ত্বকের পরিচর্যায় কদর রয়েছে বেদানার। এই ফলের রসে ত্বকের যাবতীয় সমস্যা দূর হতে পারে।

বেদানার রস পান করলে এটি রক্তকে পরিশুদ্ধ করে, এতে ত্বকে ব্রণ, ফুসকুড়ির সমস্যা দূর হয়ে যায়।

আবার বেদানা ত্বকে লাগালে বার্ধক্যের লক্ষণগুলো কমে যায় এবং ত্বকের জেল্লা বাড়ে।

বেদানার বীজকে আপনি স্ক্রাবার হিসেবে ব্যবহার করতে পারেন। এতে দাগছোপ দূর হয়ে যাবে।

বেদানার বীজকে শুকনো করে গুঁড়ো নিন। এক চামচ বেদানার গুঁড়ো নিন।

এর সঙ্গে ১/২ কাপ চিনি, ২ চামচ অর্গ্যান অয়েল ও নারকেল তেল মিশিয়ে নিন।

এবার এই মিশ্রণটি আপনি ত্বকের উপর ব্যবহার করুন। এই স্ক্রাব মরা চামড়া দূর করে দেবে।