কমলালেবুর মরশুমে এই ফলের খোসা কিন্তু ভুলেও ফেলবেন না।

কমলালেবুর খোসা ত্বকের জন্য দারুণ কার্যকর।

এখন কমলালেবুর খোসাকে ব্যবহার করে স্ক্রাব বানিয়ে নিন। এটি গ্রীষ্মকালেও ব্যবহার করতে পারেন।

কমলালেবুর খোসা দিয়ে তৈরি স্ক্রাব ট্যান তুলতে দারুণ কার্যকর।

কমলালেবুর খোসা রোদে শুকিয়ে নিন কিংবা শুকনো কড়াইতে একটু নেড়ে নিন।

এবার এই শুকনো কমলালেবুর খোসা মিক্সিতে দিয়ে গুঁড়ো করে রেখে দিন।

এই গুঁড়োয় নারকেল তেল কিংবা গোলাপ জল মিশিয়ে আপনি যখন-তখন ব্যবহার করতে পারবেন।