চুল বাড়ছে না? তার উপর পাকা চুলের সমস্যা? উপায় রয়েছে আপনার হেঁশেলে।
চুলে যত্ন নিতে গেলে প্রতিদিন তেল মালিশ করা জরুরি। এক্ষেত্রে বাড়িতে হেয়ার অয়েল বানিয়ে নিন।
১০০ মিলি নারকেল তেল নিন। এতে এক মুঠো কারি পাতা মিশিয়ে দিন।
এবার এই মিশ্রণটি ফুটিয়ে নিন। ঠান্ডা করে নিলেই তৈরি হেয়ার অয়েল।
কারি পাতার তেল পাকা চুলের সমস্যা দূর করে এবং চুলের বৃদ্ধিতে সাহায্য করে।
অন্যদিকে, নারকেল তেল চুলের রুক্ষ ও শুষ্কভাব দূর করে।
এই তেল নিয়মিত ব্যবহার করলে খুশকির সমস্যা কমবে এবং ঝলমলে চুল পাবেন।