বাজার থেকে কিনে আনুন তাজা গোলাপ ফুল। পচা হলে চলবে না।

গোলাপ ফুলের পাপড়ি ছাড়িয়ে নিন। পরিষ্কার জলে ধুয়ে নিন সেগুলো।

একটি পাত্রে ফিল্টার করা এক গ্লাস জল গরম হতে বসান।

ওই জলের মধ্যে গোলাপের পাপড়িগুলো দিয়ে ভাল করে ফোটান।

দেখবেন, পাপড়ি থেকে রং ও রং বেরিয়ে যাচ্ছে এবং জলের সঙ্গে মিশে যাচ্ছে।

পাপড়ি যখন পুরোপুরি ফ্যাকাশে হয়ে যাবে তখন গ্যাস বন্ধ করে দিন।

এবার ওই জল ছেঁকে স্প্রে বোতলে ভরে ব্যবহার করুন।