বাজারচলিত সানস্ক্রিন আকাশছোঁয়া দাম। কিন্তু সানস্ক্রিন ছাড়া রাস্তায় বেরোনো চলবে না।

তাই প্রাকৃতিক উপাদান দিয়ে বাড়িতে বানিয়ে নিন সানস্ক্রিন।

নারকেল তেল নিন। এর সঙ্গে মিশিয়ে নিন শিয়া বাটার ও জোজোবা অয়েল।

এবার মিশ্রণটি ডবল বয়েলিং পদ্ধিতে গরম বসিয়ে ক্রমাগত নাড়তে থাকুন।

এর সঙ্গে মেশান ইউক্যালিপ্টাস অয়েল, ল্যাভেন্ডার এসেনশিয়াল অয়েল, ভিটামিন ই অয়েল।

এবার এতে মিশিয়ে দিন জিঙ্ক অক্সাইড। এটি এসপিএফ-এর কাজ করবে।

উপকরণগুলো একে-অপরের সঙ্গে মিশে গেলে তৈরি গ্যাস বন্ধ করে দিন।

এবার সানস্ক্রিনের মিশ্রণটি কাচের জারে ঢেলে ফ্রিজে ঠান্ডা হতে রেখে দিন।

মিশ্রণটি জমে গেলেই সানস্ক্রিন তৈরি। রোদে বেরোনোর আগে ব্যবহার করুন এই সানস্ক্রিন।