থাই-হাই স্লিট গাউনে ফের 'হট' মালাইকা!
ফ্যাশন ডিজাইন কাউন্সিল ইন্ডিয়ার আয়োজিত ইন্ডিয়ান কউচার উইকের চতুর্থ দিনে নজর কাড়লেন মালাইকা অরোরা।
ডিজাইনার রোহিত গান্ধী ও রাহুল খান্নার ফিবোনাচি কালেকশনের জন্য শোস্টপার হয়েছিলেন এই লাস্যময়ী নায়িকা।
আত্মবিশ্বাসী, সাহসী ও সেক্সি মালাইকার থেকে এদিন চোখ সরানোই মুসকিল হয়ে গিয়েছিল সকলের।
একটি ব্ল্যাক-গ্রে থাই স্লিট গাউনে উষ্ণতা ছড়িয়েছিলেন এই বলিউড ডিভা।
প্রত্যেকটি ওয়াকে শরীরি ভাষায় ছিল নেশা জাগানো মোহ।
কোভিড অতিমারির ২ বছর পর এই প্রথম ফিজিক্য়াল ফ্যাশন ইভেন্ট অনুষ্ঠিত হচ্ছে রাজধানীতে।