শেষের পথে আম। বাজারে ফুরিয়ে যাওয়ার আগে চেটে-পুটে খেয়ে নিন

চাটনি, কেক তো অনেক হল এবার বানিয়ে নিন সন্দেশ

দুধ থেকে ছানা কাটিয়ে জল ঝরিয়ে নিন

এবার এর মধ্যে চিনির গুঁড়ো দিয়ে ভাল করে মিশিয়ে নিন। এরপর ননস্টিক প্যানে ম্যাঙ্গো পিউরি আর গুঁড়ো দুধ মিশিয়ে নিয়ে নাড়তে থাকুন

এবার এর মধ্যে ছানা আর দু চামচ জাফরান মেশানো দুধ দিন। এবার তা ঠাণ্ডা করে সন্দেশের আকারে গড়ে নিন