সম্প্রতি ইন্সটাতে সিনেমার প্রমোশনের জন্য কয়েকটি ছবি পোস্ট করেন বলিউডের এই উঠতি অভিনেত্রী।
ভিডিয়ো ক্লিপও শেয়ার করেছেন তিনি। আইভরি শারারার বেশে গ্ল্যাম লুকে শোভা পাচ্ছিলেন মানুষী
ঋত্বিক মিরচন্দানির এই আইভরি শারারা টিতে রয়েথে ব্রালেট স্টাইলের ব্লাউজ ও ফিট-এন্ড-ফ্লেয়ার্ড প্যান্ট।
মিনিম্যাল মেকআপেই যথেষ্ট নজর কেড়েছেন প্রাক্তন বিশ্বসুন্দরী।
সঙ্গে রয়েছে ম্য়াচিং বেল্ট। কানে ফুলের মত হীরের কানের দুল।