শীতে শরীরকে চুমুক দিতে মশলা চা পান করুন।
মশলা চা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও সাহায্য করবে।
শুকনো কড়াইতে লবঙ্গ, দারুচিনি, এলাচ ও স্টার আনিজ ভেজে নিন।
মিক্সিতে এই উপাদানগুলো গুঁড়ো করে নিন।
সসপ্যানে জল, দুধ, চা পাতা দিয়ে গরম বসান।
এবার এতে এক চামচ মশলা যোগ করে ফুটিয়ে নিন।
ছেঁকে নিয়ে পরিবেশন করুন মশলা চা।