সিমলা থেকে মাত্র ১১ কিলোমিটার দূরে অবস্থিত হিমাচলের এই ছোট্ট হ্যামলেট
আপনি স্কিইং, ট্রেকিং, প্য়ারাগ্লাইডিংয়ের মতো নানা অ্যাক্টিভিটিস করতে পারবেন
রনড্রেনডন, পাইন, ওক আর দেবদারু গাছে ঘেরা ছোট্ট জনপদ এই মাসোর্বা
প্রকৃতি প্রেমীদের জন্য অনবদ্য ঠিকানা এই মাসোর্বা। তবে পশু প্রেমীরাও নিরাশ হবেন না।
শ্রী রাধাকৃষ্ণ মন্দির, দেবতা দুম মন্দির, ব্রিটিশ আমলে মাশোর্বা চার্চের মত একাধিক দর্শনীয় স্থান রয়েছে এখানে