ভারতীয় কোম্পানি ম্যাক্সিমার নতুন স্মার্টওয়াচ লঞ্চ হয়েছে দেশে।
ম্যাক্সিমা কোম্পানির এই স্মার্টওয়াচের নাম Maxima Max Pro X1।
ভারতে ম্যাক্সিমার এই স্মার্টওয়াচের দাম ১৯৯৯ টাকা।
কালো, গোলাপি, সবুজ- এই তিন রঙে লঞ্চ হয়েছে Maxima Max Pro X1।
চৌকো আকৃতির ডায়াল রয়েছে এই স্মার্টওয়াচে। এছাড়াও থাকবে ১০ দিনের ব্যাটারি লাইফ।