কাঁচা হলুদ তো মাখেন, এবার মুখে লাগান কস্তুরি হলুদ।
কস্তুরি হলুদের চল বেশি না থাকলেও, রূপচর্চার দুনিয়ায় এর জুড়ি মেলা ভার।
ত্বককে উজ্জ্বল করতে এবং ব্রণর সমস্যা দূর করতে দারুণ উপকারী কস্তুরি হলুদ।
তৈলাক্ত ত্বক হোক বা শুষ্ক ত্বক, কস্তুরি হলুদ ত্বকের যাবতীয় সমস্যাকে দূরে রাখে।
নিয়মিত কস্তুরি হলুদ ব্যবহার করলে সহজে মুখের বার্ধক্যের ছাপ পড়বে না।
মুলতানি মাটি, চন্দন গুঁড়ো ও গোলাপ জলের ফেসপ্যাকের সঙ্গে কস্তুরি হলুদের গুঁড়ো মিশিয়ে নিন।
শুকিয়ে গেলে সাধারণ জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন। এতে ত্বকের সমস্যা দূর হয়ে যাবে।