খুশকির সমস্যা এখন বছরভর, শীত-গ্রীষ্ম, বর্ষা লেগেই থাকে
ত্বক বেশি শুষ্ক হয়ে গেলে, স্ক্যাল্পে ময়লা বসলেই খুশকি বেশি হয়
খুশকি তাড়াতে খুবই কার্যকরী হল মেথি
একগ্লাস জলে বড় দু চামচ মেথি আগের রাতে ভিজিয়ে রাখুন
পরদিন সকালে তা ভাল করে বেটে নিয়ে স্ক্যাল্পে লাগিয়ে রাখুন
৩০ মিনিট মাথায় রেখে তা ভাল করে শ্যাম্পু করে ধুয়ে নিন
মেথির সঙ্গে লেবুর রস মিশিয়ে শ্যাম্পু করলে অনেক ভাল কাজ হয়