মাইক্রোম্যাক্স ইন ২সি ফোন লঞ্চ হতে চলেছে ভারতে।
চলতি বছর এপ্রিলের শেষ বা মে- এর শুরুতে ভারতে আসতে পারে এই ফোন।
মাইক্রোম্যাক্স ইন ২সি ফোনে Unisoc T610 প্রসেসর থাকতে পারে।
ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডসের সাইটে মাইক্রোম্যাক্স ইন ২সি ফোনের নাম দেখা গিয়েছে।
শোনা যাচ্ছে এই ফোনের দাম ১০ হাজার টাকার মধ্যে হবে। অর্থাৎ এটি একটি বাজেট ফোন হতে চলেছে।