মাইক্রোওভেন পরিষ্কারের সময় অবশ্যই প্লাগ খুলে দিন বা ওভেন বন্ধ রাখুন।
নাহলে মাইক্রোওভেন ফেটে গিয়ে, বিরাট বিপদ ঘটতে পারে।
মাইক্রোওভেনের তার, প্লাগ এবং বাটন কখনও ভিজে কাপড় দিয়ে মুছবেন না।
শুকনো কাপড় দিয়ে পরিষ্কার করুন।
মনে রাখবেন, প্লাগ এবং বাটনে কোনও মতেই জল লাগাবেন না।
ভেজা অবস্থাতে টার্ন টেবিলটি মাইক্রোওয়েভে ঢোকাবেন না।
মাইক্রোওভেনের ভিতরটা সম্পূর্ণ শুকিয়ে গেলে তবেই অন করুন।