কৃতি শ্যানন ঘরোয়া ফেসপ্যাক ব্যবহার করা পছন্দ করেন।
তাঁর ফেসপ্যাকে থাকে সমস্ত প্রাকৃতিক উপাদান।
২ চামচ বেসন এবং ২ চামচ আমন্ড বাটা নিন।
এতে এক চামচ মুসুর ডাল বাটা মিশিয়ে নিন।
এতে এক চিমটে হলুদ যোগ করুন।
এক দই দিয়ে উপকরণগুলো মিশিয়ে নিন।
এটি ত্বকে লাগান এবং শুকনো হয়ে গেলে জল দিয়ে ধুয়ে ফেলুন।