গরম বাড়ছে তো কী হয়েছে? ময়েশ্চারাইজার হিসেবে সারাবছর মুখে ঘি মাখতে পারেন।

আয়ুর্বেদে ঘিয়ের উপকারিতা উল্লেখ রয়েছে। আর শাহিদ-পত্নী মীরাও ঘি দিয়ে সারেন রূপচর্চা।

সময়ের আগে ত্বকে বলিরেখা, সূক্ষ্মরেখা, সব দাগছোপ রুখে দিতে পারে ঘি।

এমনকী ফাটা গোড়ালি থেকে শুষ্ক ঠোঁটের যত্ন নেয় ঘি। মীরার মতো আপনিও ঘি ব্যবহার করতে পারেন।

ঘুমোতে যাওয়ার আগে চোখের চারপাশে মেখে নিন ঘি। ঠোঁটেও লাগিয়ে নিন অল্প ঘি।

স্নানের আগে ঘি মেখে নিতে পারেন। ত্বকের হারানো জেল্লা ফিরে পাবেন মাত্র ৭ দিনে।

ঘিয়ের সঙ্গে অল্প জল মিশিয়ে তারপর মুখে লাগান। এতে গরমেও আপনার ত্বকের আর্দ্রতা বজায় থাকবে।