সৌমিতৃষা কুণ্ডুকে দর্শক চেনেন মিঠাই রূপে।

মিষ্টি বিক্রেতা থেকে বাড়ির লক্ষ্ণীপ্রতিম বৌমা রূপেই তাঁকে দেখতে অভ্যস্ত দর্শক।

কিন্তু বাস্তবে সৌমিতৃষা একেবারে অন্য রকম।

তা তাঁর সোশ্যালে পোস্ট করা ছবি দেখলেই বোঝা যাবে।

পর্দার মিঠাইয়ের সঙ্গে অবশ্য একটি বিষয়ে মিল রয়েছে।

তা হচ্ছে সৌমির চুল। এক ঢাল লম্বা চুল সিরিয়ালেও যেমন দেখান, বাস্তবেও  প্রায় সব সময় চুল খুলেই দেন পোজ।

নিজের আপডেট দিয়ে ভক্তদের সঙ্গে জুড়ে থাকেন তিনি সব সময়। যার ফল একটানা প্রায় বছর খানিক ছিলেন বেঙ্গল টপার।