দরকারের চেয়ে বেশি ফোনে চার্জ দিলে ফোনের ক্ষমতা একটু একটু করে কমতে থাকে।

ওভারচার্জ হয়ে গেলে ব্যাটারির ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে।

চার্জ 20 শতাংশ হলেই চার্জে বসান।

অন্তত 80 শতাংশ পর্যন্ত ব্যাটারি চার্জ করা উচিত।

এছাড়া যতটা সম্ভব মোবাইল ফোনকে ঠান্ডা পরিবেশে রাখুন।

চার্জ হয়ে যাওয়ার পরও যদি চার্জার লাগানো থাকে, তাহলে ফোনের ব্যাটারি খারাপ হয়ে যেতে পারে।

দরকার পড়লে 100 শতাংশ চার্জ হওয়ার আগে চার্জার খুলে নিন।

তবে ফোনে সারারাত চার্জ না দেওয়াই ভাল।