5G পরিষেবা আসার পর ভারতের মোবাইল ইন্টারনেট স্পিড বেড়েছে 115 শতাংশ।

দেশের 300 শহরে দুরন্ত গতির নেট পরিষেবা রোলআউট করেছে Jio ও Airtel।

2022 সালের সেপ্টেম্বরে দেশের মিডিয়ান ডাউনলোড স্পিড ছিল 13.87 MBPS।

কিন্তু 2023 সালের জানুয়ারিতে সেই সংখ্যা বেড়ে হয়েছে 29.85 MBPS।

দেশের সর্বত্র নেট স্পিড 200 MBPS পেরিয়েছে, কলকাতা সার্কেলে 500 MBPS-র বেশি গতি দেখা গিয়েছে।

এই উত্তরণের পর স্পিডটেস্ট গ্লোবাল ইনডেক্সের ব়্যাঙ্কিংয়ে 49 ধাপ এগিয়ে এসেছে ভারত।

দুরন্ত গতির নেট পরিষেবা আসায় তালিকায় 118তম স্থান থেকে 69তম স্থানে উন্নীত হয়েছে ভারত।