24 October 2023
চিনে কেন এত কম iPhone 15 সিরিজের দাম?
রিসার্চারদের মতে, অ্যাপলের নতুন Apple iPhone 15 সিরিজ় চিনে বিক্রির ক্ষেত্রে তেমন সাড়া ফেলতে পারেনি।
কাউন্টারপয়েন্ট রিসার্চ অনুসারে, iPhone 14-এর তুলনায়, বাজারে পা রাখার পর প্রথম 17 দিনের মধ্যে চিনে লেটেস্ট আইফোনের বিক্রয় 4.5 শতাংশ হ্রাস পেয়েছে।
সেক্ষেত্রে ওই দেশে Apple iPhone 15-এর চাহিদা বাড়াতে কোম্পানি অনেক ব্যাঙ্ক বা প্ল্যাটফর্মের সঙ্গে অংশীদারিত্ব করেছে।
এর একটাই কারণ যাতে ফোনগুলি বেশি ছাড়ে কেনা যায়। ফলে বাজার কিছুটা হলেও বাড়বে বলেই মনে করছে কোম্পানি।
রয়টার্সের রিপোর্ট অনুযায়ী, পিনডুওডুও প্ল্যাটফর্মটি iPhone 15 Plus-এর 128 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট পাওয়া যাচ্ছে 6,098 ইউয়ানে (ভারতীয় মুদ্রায় যা প্রায় 69,308 টাকা)।
তার আসল দাম 6,999 ইউয়ান (ভারতীয় মুদ্রায় যা প্রায় 79,548 টাকা)। এদিকে iPhone 15 Pro Max-এর 512 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট 11,999 ইউয়ান (প্রায় 1,36,377 টাকা)।
এই দামের পরিবর্তে আলিবাবার তাওবাও ই-কমার্স প্ল্যাটফর্মে 10,698 ইউয়ানে (ভারতীয় মূল্যে 1,21,590 টাকা) বিক্রি হচ্ছে।
অর্থাৎ Apple iPhone 15 সিরিজে 10000 টাকারও বেশি ছাড় দেওয়া হচ্ছে। অ্যাপলের লেটেস্ট আইফোন 15 সিরিজের অধীনে মোট চারটি ফোন লঞ্চ হয়েছে।
আরও পড়ুন