লঞ্চ হতেই সস্তা হয়ে গেল iPhone 15
20 September 2023
অ্যাপল অবশেষে iPhone 15 সিরিজ বাজারে এনেছে। লাইনআপের চারটি মডেলই প্রি-অর্ডার করতে পারবেন। এতে কোম্পানি অফারও দিচ্ছে।
অ্যাপল ইন্ডিয়া নতুন আইফোনের পাশাপাশি পুরনো মডেলগুলিতেও অফার ঘোষণা করেছে। অর্থাৎ লঞ্চের আগেই নতুন আইফোনের দাম কমেছে।
Apple iPhone 15 লাইনআপে 6,000 টাকা পর্যন্ত ছাড় দিচ্ছে। iPhone 15 এবং iPhone 15 Plus-এ 5,000 টাকা ছাড় রয়েছে।
এখানেই শেষ নয় iPhone 15 Pro এবং iPhone 15 Pro Max-এ 6,000 টাকা ছাড় রয়েছে। এই ছাড়ের পর iPhone 15-এর দাম হবে 74,900 টাকা।
iPhone 15 Plus-এর দাম হবে 84,900 টাকা, iPhone 15 Pro-এর দাম হবে 128,900 টাকা এবং iPhone 15 Pro Max-এর দাম হবে 153,900 টাকা।
iPhone 14 এবং অন্যান্য মডেলেও আপনি অনেক ছাড় পেয়ে যাবেন। চলুন দেখে নেওয়া যাক তালিকায় কোন কোন মডেল আছে।
iPhone 15 লাইনআপ ছাড়াও Apple India iPhone 14, iPhone 14 Plus, iPhone 13 এবং iPhone SE-তেও ছাড় দিয়েছে।
iPhone 14 এবং iPhone 14 Plus-এ 4,000 টাকা ছাড় রয়েছে, যেখানে iPhone 13 এবং iPhone SE-তে 3,000 এবং 2,000 টাকা ছাড় পাবেন।
আরও পড়ুন