26 October 2023
DSLR-এর মতো ছবি উঠবে এসব ফোনে
ফোনে একটি ভাল ক্যামেরা থাকলে, যে কোনও মুহূর্তকে সুন্দরভাবে গ্যালারিতে জায়গা করে দেওয়া যায়। সে দারুণ প্রাকৃতিক দৃশ্য হোক কিংবা অন্য কিছু।
বর্তমানে ক্যামেরা বলতে আর DSLR-এ সীমাবদ্ধ নেই মানুষ। এখন দুরন্ত সব স্মার্টফোনেই পাওয়া যায় দারুণ লেন্স ও সেন্সর।
আপনাকে তেমনই সেরা 5 ক্যামেরা স্মার্টফোনের খোঁজ দেওয়া হবে। সঙ্গে পাবেন 5G কানেক্টিভিটিও। দাম 20,000 টাকার মধ্যেই।
iQOO Z7 5G স্মার্টফোনটি কিনতে পারেন। এতে প্রাইমারি ক্যামেরা রয়েছে 64 মেগাপিক্সেল সঙ্গে 2 মেগাপিক্সেল পোর্ট্রেট লেন্স। স্মার্টফোনের সেলফি ক্যামেরা 16 মেগাপিক্সেল। দাম 19,999 টাকা।
Samsung Galaxy M14 5G-এর দাম 12,990 টাকা। এতে 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, 2 মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর এবং 2 মেগাপিক্সেল ম্যাক্রো ইউনিট, সামনে 13 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা রয়েছে।
Moto G72 5G ফোনটিতে 108 মেগাপিক্সেল ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ পাবেন। সামনে দেওয়া হয়েছে 16 মেগাপিক্সেল সেলফি স্ন্যাপার। দাম 14,999 টাকা।
Vivo T2 Pro-এর দাম 23,999 টাকা। তবে অনলাইনে অনেক ছাড় পাবেন। এতে রয়েছে রয়েছে 64 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং 16 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।
এই সব ক'টি ফোনের উপরই আপনি অনলাইন প্লাটফর্মে কোনও না কোনও অফার পাবেন। তখন তার দাম আরও অনেকটা করে কমে যাবে।