iPhone 15 পাবেন 40 হাজার টাকারও কমে
223 September 2023
iPhone 15 স্মার্টফোন লাইনআপে iPhone 15, iPhone 15 Plus, iPhone 15 Pro এবং iPhone 15 Pro Max এই চারটি মডেল রয়েছে।
iPhone 15 এর 128GB স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম 79,900 টাকা। যেখানে iPhone 15 Plus 128GB স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম 89,900 টাকা।
iPhone 15 Pro-এর 128GB স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম 1,34,900 টাকা এবং iPhone 15 Pro Max-এর 256GB স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম 1,59,900 টাকা।
আপনি যদি বর্তমানে Apple-এর ফোন ব্যবহার করে থাকেন, তাহলে 40,000-এর কম দামে এটি কিনে বাড়িতে নিয়ে আসতে পারবেন।
বিজয় সেলস সরাসরি 4,000 টাকার ডিসকাউন্ট দিচ্ছে। সঙ্গে থাকছে নো-কস্ট EMI, যদি আপনি HDFC ক্রেডিট কার্ড ব্যবহার করে iPhone ক্রয় করেন।
আবার HSBC ক্রেডিট কার্ড ব্যবহার করে EMI-এর মাধ্যমে যদি ফোনটি ক্রয় করেন, তাহলে 7,500 টাকার ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন।
এছাড়া যদি আপনার কাছে Yes Bank ক্রেডিট কার্ড থাকে, তাহলে EMI অপশনে ফোনটি ক্রয় করলে পেয়ে যাবেন 2,000 টাকা পর্যন্ত ছাড়।
আপনার কাছে iPhone 13 বা iPhone 14 থাকলে, আপনি এক্সচেঞ্জ অফারে 37,000 পর্যন্ত ছাড় পেয়ে যাবেন।