12 December 2023

প্রিমিয়াম স্মার্টফোন এবার জলের দরে!

credit: Instagram

TV9 Bangla

আপনি চাইলেই কম দামে একটি প্রিমিয়াম স্মার্টফোন কিনে ফেলতে পারেন। সেকেন্ড হ্যান্ড প্রিমিয়াম স্মার্টফোনের অনেক ওয়েব সাইট রয়েছে।

আপনাকে এমন 3টি ওয়েবসাইট সম্পর্কে জানানো হবে, যেখান থেকে আপনি খুব কম দামে সেকেন্ড হ্যান্ড প্রিমিয়াম স্মার্টফোন কিনতে পারবেন।

এসব ওয়েবসাইটে পাওয়া ফোনের অবস্থাও বেশ ভাল। অনেক ফোন ব্যবহারকারী আছেন, যারা আইফোনের মতো প্রিমিয়াম ফোন কিনতে চান।

কিন্তু দামি দামের কারণে তারা তা কিনতে পারছেন না। এমন পরিস্থিতিতে আপনি এই ওয়েবসাইটগুলির সাহায্যে একটি পুরনো ফোন কিনতে পারেন।

ওএলএক্স (OLX) ব্যবহৃত স্মার্টফোন কেনার জন্য OLX হল প্রাচীনতম এবং সবচেয়ে বিশ্বস্ত প্ল্যাটফর্ম। বহু মানুষ পুরনো জিনিস কেনার জন্য OLX-এর উপর নির্ভর করে।

ক্যাশিফাই (Cashify) সেকেন্ড হ্যান্ড ফোনের বাজারে ক্যাশিফাই দ্রুত আবির্ভূত হয়েছে। এই ওয়েবসাইটটিতে পুরনো ফোন বিক্রি এবং কেনা উভয়েরই সুযোগ রয়েছে।

ক্যাশিফাই-এ আপনি পছন্দের মোবাইল ব্র্যান্ড এবং পছন্দের মডেলও বেছে নিতে পারবেন। শুধু তাই নয়, ক্যাশিফাই সময়ে সময়ে ডিসকাউন্ট অফারও দেয়।

অ্যামাজন ইন্ডিয়া (Amazon India) ই-কমার্স সাইট অ্যামাজন ইন্ডিয়াও তার প্ল্যাটফর্মে পুরনো ব্যবহৃত মোবাইল ফোন বিক্রি করছে। এখান থেকে দুর্দান্ত সেকেন্ড হ্যান্ড ফোন কিনতে পারবেন।