Infinix-র 5,999 টাকার স্মার্টফোনে ঠাসা ফিচার
17 September 2023
আপনি যদি আপনার বাবা-মাকে একটি নতুন স্মার্টফোন দেওয়ার প্ল্যান করে থাকেন, তবে আপনার জন্য একটি সুখবর আছে।
বাজেট কম থাকলে আপনি Infinix Smart 7 HD ফোনটি কিনে দিতে পারেন। এতে দুর্দান্ত সব ফিচার আছে। ব্যবহার করাও খুব সহজ।
Infinix কয়েক মাস আগেই Infinix Smart 7 HD লঞ্চ করেছে। এই স্মার্টফোনটি 6 হাজার টাকার কম দামে বাজারে আনা হয়েছে।
কোম্পানি এই স্মার্টফোনটি চারটি রঙের বাজারে এনেছে: গ্রিন অ্যাপল, সিল্ক ব্লু, ইঙ্ক ব্ল্যাক এবং জেড হোয়াইট।
আপনি Infinix Smart 7 HD কিনতে পারবেন মাত্র 5,999 টাকা। এই দামে আপনি ফোনটির 2GB RAM এবং 64GB ইন্টারনাল স্টোরেজ ভ্যারিয়েন্ট পেয়ে যাবেন।
Infinix SMART 7 HD-এ একটি 5000 mAh ব্যাটারি রয়েছে। কম বাজেটের ফোনে সাধারণত 5000 mAh ব্যাটারি থাকে না। তবে এতে রয়েছে।
এই ফোনে আপনি 8MP + AI লেন্স পেয়ে যাবেন। সেলফি তোলার জন্য ফোনটিতে 5MP ফ্রন্ট ক্যামেরার সুবিধাও রয়েছে।
কোম্পানি Infinix Smart 7 HD-তে একটি 6.6-ইঞ্চি HD+ ডিসপ্লে দিয়েছে। এতে আপনি HD কোয়ালিটির ভিডিয়ো দেখতে পারবেন।
আরও পড়ুন