30 October 2023
Honor Magic 6 Lite
স্মার্টফোনে 12GB ব়্যাম
কয়েকদিন আগেই Honor ঘোষণা করেছিল যে, তাদের আসন্ন Magic 6 সিরিজে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 জেন 3 প্রসেসর থাকবে।
যদিও এই সিরিজের Honor Magic 6 Lite মডেলে যে এই প্রসেসর থাকবে না, তা এবার নিশ্চিত হয়ে গিয়েছে। তবে তা নিয়ে কোম্পানি কিছু জানায়নি।
এই ফোনটিকে গুগল প্লে সাপোর্টযুক্ত ডিভাইসের তালিকায় দেখা গিয়েছে। এখান থেকে হ্যান্ডসেটটির প্রসেসর সহ অনেক তথ্য সামনে এসেছে।
গুগলের এই সাইটে Honor Magic 6 Lite মডেলটি ALI-NX1 মডেল নম্বরে দেখা যাচ্ছে। এই একই মডেল নম্বর সদ্য চিনে লঞ্চ হওয়া Honor X9b ফোনেরও ছিল।
সেক্ষেত্রে বলা যায় এই ডিভাইসটিই বিশ্ব বাজারে Honor Magic 6 Lite নামেই আসতে চলেছে। এর কিছু স্পেসিফিকেশনও ফাঁস হয়েছে।
এই ফোনে 6.78 ইঞ্চি 1.5K অ্যামোলেড ডিসপ্লে দেওয়া হতে পারে, যার এসপেক্ট রেশিও 19.9.9। এতে 12 জিবি RAM ও 256 জিবি স্টোরেজ থাকতে পারে।
এছাড়াও এতে 5,800 এমএএইচ ব্যাটারি পাওয়া যেতে পারে, যা 35 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে বলেই মনে করা হচ্ছে।
ফটোগ্রাফির জন্য আসন্ন Honor Magic 6 Lite মডেলে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ দেখা যেতে পারে। লুকের দিকেও বিশেষ নজর দিয়েছে কোম্পানিটি।
আরও পড়ুন