honor 5

30 October 2023

Honor Magic 6 Lite স্মার্টফোনে 12GB ব়্যাম

honor 3

কয়েকদিন আগেই Honor ঘোষণা করেছিল যে, তাদের আসন্ন Magic 6 সিরিজে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 জেন 3 প্রসেসর থাকবে।

honor 1

যদিও এই সিরিজের Honor Magic 6 Lite মডেলে যে এই প্রসেসর থাকবে না, তা এবার নিশ্চিত হয়ে গিয়েছে। তবে তা নিয়ে কোম্পানি কিছু জানায়নি।  

honor 2

এই ফোনটিকে গুগল প্লে সাপোর্টযুক্ত ডিভাইসের তালিকায় দেখা গিয়েছে। এখান থেকে হ্যান্ডসেটটির প্রসেসর সহ অনেক তথ্য সামনে এসেছে।

গুগলের এই সাইটে Honor Magic 6 Lite মডেলটি ALI-NX1 মডেল নম্বরে দেখা যাচ্ছে। এই একই মডেল নম্বর সদ্য চিনে লঞ্চ হওয়া Honor X9b ফোনেরও ছিল।

সেক্ষেত্রে বলা যায় এই ডিভাইসটিই বিশ্ব বাজারে Honor Magic 6 Lite নামেই আসতে চলেছে। এর কিছু স্পেসিফিকেশনও ফাঁস হয়েছে।

এই ফোনে 6.78 ইঞ্চি 1.5K অ্যামোলেড ডিসপ্লে দেওয়া হতে পারে, যার এসপেক্ট রেশিও 19.9.9। এতে 12 জিবি RAM ও 256 জিবি স্টোরেজ থাকতে পারে।

এছাড়াও এতে 5,800 এমএএইচ ব্যাটারি পাওয়া যেতে পারে, যা 35 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে বলেই মনে করা হচ্ছে।

ফটোগ্রাফির জন্য আসন্ন Honor Magic 6 Lite মডেলে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ দেখা যেতে পারে। লুকের দিকেও বিশেষ নজর দিয়েছে কোম্পানিটি।