Infinix Zero 30 5G-এ 23,000 টাকার ছাড়
5 September 2023
Infinix Zero 30 5G মাত্র কয়েকদিন আগে লঞ্চ হয়েছে। এই ফোনটি Infinix Zero 20 5G-এর আপডেটেড ভার্সন।
এই ফোনটিতে মিডিয়াটেক 8020 প্রসেসর সহ 12 জিবি পর্যন্ত র্যাম রয়েছে। এই ফোনের দাম 23,999 টাকা।
এটি ফ্লিপকার্ট থেকে কিনতে পারবেন। তবে এত বেশি টাকা দিয়ে কিনতে হবে না। অনেক ছাড় পাবেন।
Infinix Zero 30 5G দু'টি ভ্যারিয়েন্টে লঞ্চ করা হয়েছিল। প্রথমটি 8 GB RAM এবং 128 GB স্টোরেজের। এর দাম 23,999 টাকা।
দ্বিতীয় ভ্যারিয়েন্টটি 12 GB RAM এবং 256 GB স্টোরেজের। এর দাম 24,999 টাকা। এটি গোল্ডেন আওয়ার এবং রোম গ্রিন কালারে পাওয়া যাবে।
Infinix Zero 30 5G-এর ডেলিভারি 8 সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে। এই ফোনে কিছু ব্যাঙ্ক অফারও দেওয়া হচ্ছে। চলুন জেনে নেওয়া যাক।
আপনার যদি Axis Bank ক্রেডিট কার্ড থাকে, তাহলে আপনি 2,000 টাকা ছাড় পেয়ে যাবেন। অর্থাৎ দাম কিছুটা কমছে।
এখানেই শেষ নয়, আপনি এতে 23,050 টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফারও পাবেন। আপনি নো কস্ট ইএমআই-এর অপশনও পেয়ে যাবেন।
এই ফোনটিতে একটি 6.78 ইঞ্চি ফুল HD প্লাস ডিসপ্লে রয়েছে। এই ফোনটি MediaTek Dimension 8020 প্রসেসর দেওয়া হয়েছে।