ভারতে শুরু iPhone 15-এর প্রি-বুকিং

16 September 2023

আইফোন 15 সিরিজ লঞ্চ হয়েছে চলতি বছরের 12 সেপ্টেম্বর। বিশ্বজুড়ে এই স্মার্টফোন লঞ্চ করেছে অ্যাপেল। আর তা নিয়েই আলোচনা তুঙ্গে।

ভারতে শুরু হয়ে গেল আইফোন 15, আইফোন 15 প্লাস, আইফোন 15 প্রো এবং আইফোন 15 পর ম্যাক্সের বুকিং। যে সকল প্রি-অর্ডার করবেন তাদের হাতেই সবার আগে পৌছবে নতুন আইফোন।

তবে প্রি-অর্ডার চালু হয়ে গেলেও, ভারতে ফোনের সেল শুরু হবে 22 সেপ্টেম্বর থেকে। আপনি কিনতে চাইলে সেদিন থেকেই কিনতে পারবেন আইফোন 15 সিরিজ।

তবে কেনার জন্য ঠিক কত টাকা করতে হবে তা জানেন কি? না জানলে চলুন এক নজরে দেখে নিন আপনাকে কত টাকা খরচ করতে হবে।

আইফোন 15 মডেলের 128GB-এর দাম 79,900 টাকা, 256GB-এর দাম 89,900 টাকা। আর 512GB-এর দাম 1,09,900 টাকা।

আইফোন 15 প্লাস কিনতে আপনাকে 128GB-এর জন্য 89,900 টাকা খরচ করতে হবে। আর 256GB ভ্যারিয়েন্টের দাম 99,900 টাকা, 512GB-এর দাম 1,19900 টাকা

আইফোন প্রো ম্যাক্স মডেল 128GB 1,34,900 টাকা, 256GB ভ্যারিয়েন্টের দাম 1,44,900 টাকা, 512GB দাম 1,64,900 টাকা, 1TB ভ্যারিয়েন্টের দাম 1,84,900 টাকা।

আইফোন 15 প্রো ম্যাক্স সিরিজের সবচেয়ে দামি স্মার্টফোন। 256GB দাম 1,59,900 টাকা, 512GB 1,79,900 টাকা, 1TB দাম 1,99,900 টাকা।