iQoo Neo 7 5G ফোন আরও 2,000 টাকা সস্তা

07 September 2023

চলতি বছরের ফেব্রুয়ারিতে চিনা স্মার্টফোন নির্মাতা iQoo ভারতে Neo 7 5G লঞ্চ করেছে। বাজারে আসার পর থেকেই জনপ্রিয় হয়ে উঠেছে।

এই স্মার্টফোনে MediaTek Dimensity 8200 SoC চিপসেট দেওয়া হয়েছে। এর 5,000 mAh ব্যাটারি 120 W তারযুক্ত ফ্ল্যাশ চার্জিং সাপোর্ট করে।

এই স্মার্টফোনটির 8 GB + 128 GB এবং 12 GB + 256 GB ভ্যারিয়েন্টের লঞ্চ দাম ছিল যথাক্রমে 29,999 টাকা এবং 33,999 টাকা।

এই স্মার্টফোনের দাম 2,000 টাকা কমানো হয়েছে। ফলে আপনাকে আর এত বেশি দাম দিয়ে ফোন দু'টি কিনতে হবে না।

এর দু'টি ভ্যারিয়েন্টই যথাক্রমে 27,999 টাকা এবং 31,999 টাকায় কিনতে পারবেন। কিন্তু কোথা থেকে কিনবেন?

অ্যামাজনে এই স্মার্টফোনটির দাম আপডেটও করা হয়েছে। এটি ফ্রস্ট ব্লু এবং ইন্টারস্টেলার ব্ল্যাক রঙে কেনা যাবে।

iQoo Neo 7 5G ফোনটি ডুয়াল সিম (ন্যানো) স্লট সহ iQoo Neo 7 5G Android 13-এর উপর ভিত্তি করে Funtouch OS 13-এ চলে।

এতে একটি 6.78-ইঞ্চি ফুল-এইচডি+ (1,080x2,400 পিক্সেল) AMOLED ডিসপ্লে রয়েছে, যা 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে।

এতে মিডিয়াটেক ডাইমেনসিটি 8200 SoC প্রসেসর হিসেবে 12 GB RAM এবং 256 GB স্টোরেজ রয়েছে। এই দুটি স্মার্টফোনেই ডুয়াল রিয়ার ক্যামেরা রয়েছে।