সবচেয়ে সস্তার 5G স্মার্টফোন
5 October 2023
একটি নতুন 5G স্মার্টফোন কেনার কথা ভাবছেন? কিন্তু বাজেট কম থাকায় কিনে উঠতে পারছেন না? তাহলে তার উপায় কী?
আপনি 10,000 টাকার কম দামে একটি 5G মোবাইল পাবেন। ভারতের বাজারে itel P55 5G স্মার্টফোন লঞ্চ হয়েছে। এটি সস্তার একটি 5G স্মার্টফোন।
itel P55 5G ফোনটিতে 6 GB RAM সহ 128 GB ইন্টারনাল স্টোরেজ রয়েছে। এই মডেলটি কিনতে আপনাকে 9,999 টাকা খরচ করতে হবে।
এই ডিভাইসটিতে 90 Hz রিফ্রেশ রেট সহ একটি 6.6-ইঞ্চি ফুল-এইচডি প্লাস ডিসপ্লে রয়েছে যা 180 Hz টাচ স্যাম্পলিং রেট অফার করে।
স্পিড এবং মাল্টিটাস্কিংয়ের জন্য, ফোনে মিডিয়াটেক ডাইমেনশন 6080 প্রসেসর ব্যবহার করা হয়েছে। আর গ্রাফিক্সের জন্য Mali G57 GPU রয়েছে।
ফোনের পিছনে একটি 50-মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা সহ একটি AI লেন্স এবং সামনে একটি 8-মেগাপিক্সেল সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে।
ফোনটিতে রয়েছে 5000 mAh ব্যাটারি, যা 18 ওয়াট ফাস্ট চার্জ সাপোর্ট করে। এছাড়াও 3.5 মিমি অডিও জ্যাক, সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে।
ফোন কেনার সময়, SBI ক্রেডিট/ডেবিট কার্ডে পেমেন্ট করলে 10 শতাংশ পর্যন্ত ছাড় পাবেন। EMI-তেও 10 শতাংশ ছাড় পাওয়া যাবে।
আরও পড়ুন