JioBharat B1 লঞ্চ করা হয়েছে মাত্র 1,299 টাকায়। এটি Jio-র আর একটি সস্তার মোবাইল। এই ফোনে রয়েছে একটি 2.4 ইঞ্চির স্ক্রিন এবং 200mAh ব্যাটারি।
আর এই দুই গুরুত্বপূর্ণ ফিচার দিয়েই ফোনটিকে তৈরি করা হয়েছে। এর আগের অন্যান্য JioBharat ফোনগুলির তুলনায় এই ফোনের স্ক্রিন ও ব্যাটারি ক্যাপাসিটি ভাল করা হয়েছে।
এর থেকে বেশি আর কোনও পরিবর্তন করা হয়নি। এই ফোনের যে প্রোডাক্ট ইমেজটি প্রকাশিত হয়েছে, সেখানে একটি ক্যামেরা দেখা গিয়েছে ঠিকই।
কিন্তু JioBharat B1-এর ক্যামেরা সম্পর্কে সংস্থার তরফে এখনও পর্যন্ত কিছু জানানো হয়নি। তবে সস্তার এই ফোনে ভাল ক্যামেরা ব্যবহার করা হয়েছে বলে দাবি কোম্পানির।
Reliance Jio-র অন্যান্য ফিচার ফোনগুলির মতো এই JioBharat B1 ফোনেও একাধিক Jio Apps দেওয়া হয়েছে। কী কী অ্যাপ রয়েছে?
এই অ্যাপগুলির সাহায্যে ব্যবহারকারীরা নিজেদের পছন্দসই সিনেমা, ভিডিয়ো, স্পোর্টস ইভেন্ট-সহ আরও অনেক কিছুরই আনন্দ উপভোগ করতে পারবেন।
এছাড়াও JioBharat B1 ফোনটি 23টি ভাষা সাপোর্ট করছে। JioBharat B1 ফোনটি রিচার্জ প্ল্যানের থেকেও কম খরচে নিয়ে এল মুকেশ আম্বানির টেলিকম সংস্থাটি।
1,299 টাকার এই ফোনে এমন অনেক ফিচার রয়েছে, যা বেসিক 4G ফোনের মতো। এমনকি ফোনের স্ক্রিনটিও বেশ বড়ই রাখা হয়েছে।