9 November 2023

10000 টাকারও কমে কিনুন Lava-র এই ফোন

গত 2 নভেম্বর ভারতের বাজারে লঞ্চ করেছে Lava Blaze 2 5G। তবে আজ অর্থাৎ 9 নভেম্বর এই ফোনের বিক্রি শুরু হল।

হ্যান্ডসেটটি সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট ও অনলাইন শপিং পোর্টাল Amazon-এর মাধ্যমে প্রথমবার বিক্রি শুরু হল।

ফোনটি ভারতে 10,000 টাকারও কমে লঞ্চ করা হয়েছে এবং আপনি এটি একাধিক আকর্ষণীয় কালার অপশনে কিনতে পারবেন।

আপনি এই নতুন ফোনটিতে গ্লাস ব্ল্যাক, গ্লাস ব্লু এবং গ্লাস ল্যাভেন্ডার-এই তিনটি কালার অপশন পেয়ে যাবেন।

এছাড়া ফিচার হিসাবে Lava Blaze 2 5G ডিভাইসে HD+ IPS ডিসপ্লে প্যানেল, মিডিয়াটেক ডাইমেনসিটি 6020 চিপসেট, ৫০ মেগাপিক্সেলের ডুয়েল রিয়ার ক্যামেরা ইউনিট রয়েছে।

এছাড়াও এতে আপনি সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং 6 জিবি পর্যন্ত ভার্চুয়াল র‍্যামের অ্যাক্সেস পেয়ে যাবেন।

ভারতের বাজারে Lava Blaze 2 5G মোট দুটি স্টোরেজ কনফিগারেশনে লঞ্চ হয়েছে। যার মধ্যে 4 জিবি র‍্যাম + 64 জিবি স্টোরেজ রয়েছে।

4 জিবি র‍্যাম + 64 জিবি স্টোরেজ বেস ভ্যারিয়েন্টের দাম 9,999 টাকা রাখা হয়েছে। আর 6 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ অপশনটি 10,999 টাকায় এসেছে।