8 November 2023

দেশের সব চালু ফোন বাতিল! কেন্দ্রের এই প্রস্তাবের তীব্র বিরোধিতা

প্রত্যেক স্মার্টফোনে লাইভ টিভি সম্প্রচারের অপশন রাখতেই হবে। কেন্দ্রীয় সরকার সম্প্রতি এমন আইন চালু করার পরিকল্পনা নিয়েছে। যা নিয়ে দেশের স্মার্টফোন প্রস্তুতকারক সংস্থাগুলি তীব্র আপত্তি জানিয়েছে।

সরকারের তরফে সম্প্রতি এই সংক্রান্ত একটি প্রস্তাব পেশ করা হয়েছে, যা নিয়ে তীব্র বিরোধিতা করেছে Samsung, Qualcomm-এর মতো সংস্থা। কিন্তু কেন্দ্রের এহেন সিদ্ধান্তে কেন তারা আপত্তি জানাচ্ছে?

এর মধ্যেই আবার গুজব রটতে শুরু করেছে, মোবাইল কোম্পানিগুলি সরকারের এই সিদ্ধান্ত না-মানলে সব পুরনো ফোন আবর্জনা হয়ে যাবে। আদতে কিন্তু তা নয়। সরকার এখনও এই আইন প্রণয়ন করেনি। প্রস্তাব পেশ করা হয়েছে মাত্র।

Samsung, Qualcomm-এর মতো সংস্থা আপত্তি জানাচ্ছে কারণ, স্মার্টফোনে লাইভ টিভি সম্প্রচারের অপশন দিতে হার্ডওয়্যারে পরিবর্তন করতে হবে। আর তার জন্য বাড়তি $30 বা 2,498 টাকা খরচা হবে।

এদিকে সরকার কোনও সেলুলার নেটওয়ার্ক ছাড়াই প্রতিটি স্মার্টটিভিতে সরাসরি লাইভ টিভি সিগন্যাল পৌঁছে দিতে চায়। ফোনে সরাসরি লাইভ টিভি দেখানো গেলে টেলিকম নেটওয়ার্কের লোড অনেকটাই কমবে।

প্রসঙ্গত, উত্তর আমেরিকায় এই ধরনের নীতি রয়েছে, যা ATSC 3.0 নামে পরিচিত। উচ্চমানের ছবির জন্য জিও লোকেটিং টিভি সিঙ্গেলের সাপোর্ট রয়েছে। দক্ষিণ কোরিয়াতেও মোবাইলে টিভি চ্যানেল সম্প্রচারের সুবিধা রয়েছে।

স্মার্টফোন কোম্পানিগুলি দাবি করছে, এখন ভারতে সমস্ত স্মার্টফোন ATSC 3.0 দিয়ে সজ্জিত নয়। এমনটা করতে গেলে স্মার্টফোনের দাম $30 বেড়ে যাবে। ফলে, এই মুহূর্তের উৎপাদনও কিছুটা প্রভাবিত হতে পারে।

এদিকে Samsung, Nokia, Qualcomm, Ericsson-এর মতো সংস্থাগুলি দাবি করছে, সরাসরি মোবাইলে টিভি চ্যানেল সম্প্রচার সেই ফোনের ব্যাটারি দ্রুত শেষ করে দেবে। Apple এবং Xiaomiও এর বিরোধিতা করেছে।