4 November 2023
Google Pixel 8 Pro ফোনে 13 হাজার টাকার ছাড়
Google Pixel 8 Pro ভারতে চলতি বছরের 4 অক্টোবর লঞ্চ হয়েছে। এই ফোনটি কোম্পানির Made by Google 2023 ইভেন্টে লঞ্চ করা হয়েছিল।
এর প্রো ভ্যারিয়েন্টের কথা বললে, এই ফোনটি 12 GB RAM এবং 128 GB স্টোরেজ ভ্যারিয়েন্টে বাজারে এসেছে। এর দাম 1,06,999 টাকা।
একটি রিপোর্ট অনুযায়ী, ফোনটিতে 12 GB RAM এবং 256 GB স্টোরেজে দেওয়া হয়েছে। Google Pixel 8 Pro-এর এই ভ্যারিয়েন্টের দাম 1,13,999 টাকা।
এর সঙ্গে কোম্পানি কিছু ব্যাঙ্ক অফারও দিচ্ছে। আপনি SBI ব্যাঙ্ক ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করেন, তাহলে 9,000 টাকা ছাড় পাবেন।
এছাড়াও এতে আপনি 4,000 টাকা পর্যন্ত এক্সচেঞ্জ বোনাসও পারেন। ভারতে, Google Pixel 8 Pro-এর নতুন ভ্যারিয়েন্টটি শুধুমাত্র Obsidian কালারে এসেছে।
এই ফোনটি Android 14-এ কাজ করে। এটিতে একটি 6.7 ইঞ্চি কোয়াড-এইচডি (1344x2992 পিক্সেল) স্ক্রিন রয়েছে, যার রিফ্রেশ রেট 120 Hz।
এতে ট্রিপল রিয়ার ক্যামেরা দেওয়া হয়েছে। এর প্রথম সেন্সরটি 50 মেগাপিক্সেলের। দ্বিতীয়টি 48 মেগাপিক্সেল এবং তৃতীয়টিও 48 মেগাপিক্সেল।
ফোনটিতে একটি 10.5 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে। এটিতে একটি 5050 mAh ব্যাটারি রয়েছে, যা 30 ওয়াট চার্জিং সাপোর্ট করে।
আরও পড়ুন