10 October 2023
ফোন কিনলেই ইয়ারবাডস ফ্রি দিচ্ছে OnePlus
OnePlus 11 5G স্মার্টফোনটি আপনি অনেক কম দামে কিনতে পারবেন। এই ফোনে প্রচুর টাকার ছাড় দেওয়া হচ্ছে। কিন্তু কোথায়?
অ্যামাজন গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলে OnePlus 11 5G স্মার্টফোনটির উপর অনেক অফার পেয়ে যাবেন। এতে 7,000 টাকা ছাড় দেওয়া হচ্ছে।
এই ফোনের সঙ্গে আপনি বিনামূল্যে TWS ইয়ারবাড পেয়ে যাবেন। অর্থাৎ তার জন্য এক টাকাও আপনাকে দিতে হবে না।
OnePlus 11 5G স্মার্টফোনের 8 GB RAM এবং 128 GB স্টোরেজ মডেলের দাম 56,999 টাকা। ফোনের 16GB RAM এবং 256GB স্টোরেজ মডেলের দাম 61,999 টাকা।
আপনি Amazon Great Indian Festival Sale-এ 4000 টাকার ডিসকাউন্ট কুপন সহ OnePlus 11 5G স্মার্টফোন কিনতে পারবেন।
এছাড়াও 3000 টাকার ব্যাঙ্ক ডিসকাউন্ট অফার দেওয়া হচ্ছে। এর পরে বেস ভ্যারিয়েন্টের দাম 50 হাজার টাকা হয়ে যায়।
আপনি যদি স্মার্টফোনটি কেনেন, তবে এর সঙ্গে বিনামূল্যে OnePlus Buds Z2 কিনতে পারবেন। এই ইয়ারবাডটির দাম 4,999 টাকা।
OnePlus 11 5G স্মার্টফোনটিতে একটি 6.7 ইঞ্চি AMOLED ডিসপ্লে রয়েছে। এতে রয়েছে 120Hz রিফ্রেশ ডিসপ্লে। ফোনটিতে রয়েছে 5000mAh ব্যাটারি।
Learn more