অক্টোবরেই আসছে Oppo-র ফোল্ডেবেল স্মার্টফোন
7 October 2023
আর মাত্র কয়েক দিন, তারপরেই প্রিমিয়াম স্মার্টফোন নিয়ে হাজির হতে চলেছে Oppo। বাজারে নতুন ফোল্ডেবল স্মার্টফোন লঞ্চ করবে সংস্থাটি।
স্মার্টফোনের নাম Oppo Find N3 Flip। আন্তর্জাতিক বাজারের পাশাপাশি ভারতেও বিক্রি হবে এই ফোল্ডেবল স্মার্টফোন।
12 অক্টোবর (2023) ভারতে অফিসিয়ালি আত্মপ্রকাশ করবে Oppo Find N3 Flip। তবে বুঝতেই পারছেন আর বেশি দিন বাকি নেই এই ফোন আসতে।
এই স্মার্টফোনে বেশ কিছু ফ্ল্যাগশিপ ফিচার্স দিতে চলেছে কোম্পানিটি। ইতিমধ্যে আন্তর্জাতিক বাজারে বিরাট জনপ্রিয় হয়ে উঠেছে এই ডিভাইস।
স্মার্টফোনটি যে দিন ভারতে লঞ্চ হবে, তখন ফ্লিপকার্ট এবং অ্যামাজনে চলেবে পুজো স্পেশাল বিগ বিলিয়ন ডেস এবং গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেল।
এই সেল উপলক্ষে এই স্মার্টফোনে বিশেষ কিছু অফারও দিতে পারে কোম্পানিটি। তবে সেই সম্পর্কে অফিসিয়ালি এখনও কিছু জানা যায়নি।
এটির ইউনিক ডিজাইন ও অত্যাধুনিক সুবিধার কারণে ইউজারদের কাছে আলোচনার বিষয় হয়ে উঠেছে এই ফোল্ডেবেল স্মার্টফোন।
আপনার মনে নিশ্চয়ই এতক্ষণে এই প্রশ্ন জেগেই গিয়েছে, যে এই আসন্ন স্মার্টফোনের দাম কত হবে? তবে তার জন্য আপনাকে এখনও কয়েকটি দিন অপেক্ষা করতে হবে।
আরও পড়ুন