7 November 2023
Realme GT 5 Pro
-এর ফিচার ফাঁস
শীঘ্রই লঞ্চ হতে চলেছে Realme GT 5 Pro। তবে ঠিক কবে ভারতে এই ফোন লঞ্চ হবে সে সম্পর্কে এখনও কিছু জানানো হয়নি কোম্পানির তরফে।
একটি ফাঁস হওয়া তথ্য অনুযায়ী, ফোনটিতে একটি ট্রিপল রিয়ার ক্যামেরা ইউনিট থাকবে। এতে Sony এর পরবর্তী প্রজন্মের LYTIA T808 সেন্সর রয়েছে।
Realme GT 5 Pro-এর ক্যামেরার বিবরণ Weibo-তে ফাঁস হয়েছে। টিপস্টার অনুসারে, এই আসন্ন ফোনটি ট্রিপল রিয়ার ক্যামেরা সহ দেওয়া যেতে পারে।
এতে একটি Sony LYTIA LYT808 প্রাথমিক সেন্সর, OmniVision OV08D10 সেকেন্ডারি সেন্সর এবং একটি Sony IMX890 টেলিফটো সেন্সর থাকবে।
সম্প্রতি এটি TENAA তালিকায় দেখা গিয়েছে। এই অনুসারে, স্মার্টফোনটিতে একটি ডুয়াল রিয়ার ক্যামেরা থাকবে।
তাতে একটি 50 মেগাপিক্সেল সেন্সর এবং একটি 8 মেগাপিক্সেল সেকেন্ডারি ক্যামেরা থাকবে। ফোনের সামনে একটি 32-মেগাপিক্সেল সেন্সর দেওয়া যেতে পারে।
আরও একটি লিক হওয়া তথ্য অনুযায়ী, Realme GT 5 Pro তে একটি 6.78 ইঞ্চি (1264x2780 পিক্সেল) AMOLED ডিসপ্লে থাকতে পারে।
এছাড়াও এতে 100W তারযুক্ত চার্জিং এবং 50W ওয়্যারলেস চার্জিং সাপোর্ট সহ একটি 5400mAh ব্যাটারি দেওয়া যেতে পারে।