6 সেপ্টেম্বর জোড়া স্মার্টফোন আনছে Realme

4 September 2023

চিনা কোম্পানি Realme ভারতে একটি নতুন স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। কবে করবে, তার তারিখ ঘোষণা করেছে কোম্পানিটি।

কোম্পানি 6 সেপ্টেম্বর 'Narzo সিরিজ'-এর অধীনে Realme Narzo 60x 5G এবং Realme Buds T300 লঞ্চ করবে।

আপনি রিয়েল মি এর অফিসিয়াল ইউটিউব চ্যানেলের মাধ্যমে লঞ্চ ইভেন্টটি দেখতে পারবেন। দু'টি গ্যাজেটই অ্যামাজনে বিক্রি করা হবে।

তবে ইন্টারনেটে আসন্ন মোবাইল সংক্রান্ত অনেক তথ্য ফাঁস হতে শুরু করেছে। সেই অনুযায়ী, এতে দুর্দান্ত সব ফিচার রয়েছে।

কোম্পানি ফোনটিকে 2 স্টোরেজ অপশনে লঞ্চ করতে পারে, যার মধ্যে 4GB+128GB এবং 8GB+128GB রয়েছে।

ফটোগ্রাফির জন্য, ফোনটিতে ডুয়াল ক্যামেরা সেটআপ থাকতে পারে। প্রাইমারি ক্যামেরা 64MP এবং দ্বিতীয় ক্যামেরা 2MP হতে পারে।

সেলফি এবং ভিডিয়ো কলিংয়ের জন্য কোম্পানি সামনে একটি 8MP ক্যামেরা দেবে বলে মনে করা হচ্ছে।

Realme Narzo 60x 5G-তে 120Hz রিফ্রেশ রেট সহ একটি 6.72 ইঞ্চি FHD+ LCD ডিসপ্লে থাকতে পারে। Narzo 60x 5G-তে 33W SuperVOOC ফাস্ট চার্জিং সাপোর্ট থাকবে।

Realme ছাড়াও, Motorola একই দিনে অর্থাৎ 6 সেপ্টেম্বর Moto G54 5G স্মার্টফোন লঞ্চ করবে। মোবাইল ফোনটি 12GB RAM এবং 256GB ইন্টারনাল স্টোরেজ সহ আসবে।