19 October 2023

Redmi K70 লঞ্চের আগেই জনপ্রিয়তা তুঙ্গে

বিগত কয়েকমাসে ধরে Redmi-এর K সিরিজ়ের একটি ফোন নিয়ে আলোচনা তুঙ্গে। এবার সেই ফোনই বাজারে আনতে চলেছে কোম্পানিটি।

এবার সেই অপেক্ষার অবসান ঘটতে চলেছে খুব শীঘ্রই। 16 জিবি র‍্যাম ও 120W চার্জিং সহ Redmi K70 Pro বাজারে আসতে আর কয়েকটা দিন বাকি।

Redmi K70 সিরিজটি বাজারে আসতে আর বেশি দিন বাকি নেই। Xiaomi-এর সাব-ব্র্যান্ডটি আগামী ডিসেম্বর মাসের মধ্যে এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনগুলি লঞ্চ করতে পারে।

এক নির্ভরযোগ্য টিপস্টার Redmi K70 Pro মডেলটির ডিসপ্লে এবং ডিজাইন সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এনেছেন। তা থেকে ফিচার সম্পর্কেও জানা গিয়েছে।

টিপস্টার ডিজিট্যাল চ্যাট স্টেশন বলেছেন যে, Redmi K70 Pro-তে 2K রেজোলিউশনের একটি ফ্ল্যাট ডিসপ্লে থাকবে। তাতে উচ্চ স্ক্রিন-টু-বডি রেশিও দেওয়া হয়েছে।

ডিজাইনের ক্ষেত্রে, এই নতুন সিরিজের ফোনে ধাতব মিড ফ্রেম এবং নতুন গ্লাস-কোটেড বডি থাকবে। সঙ্গে থাকবে দুর্দান্ত ক্যামেরা।

Redmi K70 Pro ফোনটি 16 জিবি র‍্যাম অফার করবে এবং অ্যান্ড্রয়েড 14 অপারেটিং সিস্টেমে রান করবে। অর্থাৎ সব কাজ সহজেই করা যাবে।

এটি 120 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ 5,120 এমএএইচ ব্যাটারি দেওয়া হতে পারে। ডিভাইসটিতে 50 মেগাপিক্সেলের সনি আইএমএক্স707 সেন্সর থাকবে।