বছর ঘুরলেই লঞ্চ হবে Samsung Galaxy S24
21 September 2023
Samsung আগামী বছর অর্থাৎ 2024-এ বাজারে তাদের নতুন ফ্ল্যাগশিপ সিরিজ Samsung Galaxy S24 লঞ্চ করতে চলেছে।
2024 সালের প্রথম দিকে গ্যালাক্সি আনপ্যাকড ইভেন্ট আয়োজিত হবে। আর তখনই কোম্পানি এটি লঞ্চ করতে পারে বলে আশা করা হচ্ছে।
সম্প্রতি টিপস্টার যোগেশ ব্রার আসন্ন Galaxy S24 সিরিজের স্পেসিফিকেশন ও ফিচার শেয়ার করেছেন। চলুন জেনে নেওয়া যাক।
টিপস্টার অনুসারে , Samsung Galaxy S24-এ HD ডিসপ্লে থাকবে এবং Galaxy S24+-এ QHD ডিসপ্লে থাকবে। Galaxy S24-এ একটি 4,000mAh ব্যাটারি দেওয়া হবে।
ব্যাটারিটি 25W দ্রুত চার্জিং সাপোর্ট করবে। Galaxy S24+ এ একটি 4,900mAh ব্যাটারি দেওয়া হবে, যা 45W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।
সেসরের কথা বললে, Samsung Galaxy S24-এ ফোনে Octa core Snapdragon 8 Gen 3 বা Exynos 2400 প্রসেসর পাওয়া যাবে।
ক্যামেরা সেটআপের কথা বললে, একটি 50 মেগাপিক্সেলের প্রথম ক্যামেরা, 2 মেগাপিক্সেলের দ্বিতীয় ক্যামেরা এবং 10 মেগাপিক্সেলের তৃতীয় ক্যামেরা দেওয়া হয়েছে।
Samsung Galaxy S24 Ultra-এ একটি QHD+ ফ্ল্যাট ডিসপ্লে থাকবে। এই ফোনে টাইটানিয়াম ফ্রেম পাওয়া যাবে। এই ফোনে 5000mAh ব্যাটারি থাকবে, যা 45W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।
আরও পড়ুন