একটুতেই ফোন গরম হয়ে যাচ্ছে?
6 October 2023
আপনি কি ফোনে একটানা অনেকক্ষণ গান শোনেন বা গেম খেলেন? কিংবা এক নাগাড়ে অনেকক্ষণ ব্যবহার করেন আপনার স্মার্টফোন?
আর তার জেরে খুব তাড়াতাড়ি গরম হয়ে যাচ্ছে আপনার ফোন? এই সমস্যার সমাধানে এবার থেকে মেনে চলুন কয়েকটি টিপস।
এসব নিয়ম মেনে চললেই আপনার ফোন সহজে গরম হবে না। এমনকি অল্পতেই গরম হয়ে যাওয়ার সমস্যা থেকে নিজের স্মার্টফোন রক্ষা করতে পারবেন।
কখনই ফোনে ফুল চার্জ বা পুরো চার্জ দেবেন না। অর্থাৎ ফোনে 100 শতাংশ ব্যাটারি চার্জ করবেন না। তার পরিবর্তে 90 শতাংশ করুন।
যখনই ফোন গরম হয়ে যাবে, সঙ্গে সঙ্গে মোবাইল কভারটি খুলে ফেলুন। মোবাইলের পিছনে কভার থাকার কারণেও অনেকসময় দ্রুত ফোন গরম হয়ে যায়।
ব্যাকগ্রাউন্ডে চলা সমস্ত অ্যাপ বন্ধ করে দিন। কারণ নাহলে এই সমস্ত অ্যাপ ফোনের ব্যাকগ্রাউন্ডে কাজ করতে থাকবে। যার ফলে ফোন গরম হয়।
ফোনের ব্রাইটনেস কমিয়ে দিন। অনেক সময় ফোনের ডিসপ্লে বা স্ক্রিন ব্রাইটনেস বাড়িয়ে রাখলেও এমন সমস্যা দেখা দেয়।
ফোনে চার্জ দেওয়ার সময় অতি অবশ্যই আসল চার্জার এবং ইউএসবি কেবল ব্যবহার করুন। নাহলে ফোন গরম হয়ে ফেটে যেতে পারে।
আরও পড়ুন