Tecno Camon 20 ফোনটি ভারতে আগেই লঞ্চ হয়েছিল। অল্প সময়ের মধ্যে বেশ জনপ্রিয়ও হয় ফোনটি। এবার হাজির হল তার 'Avocado Art Edition'।
ঝাঁ-চকচকে লুকের এই হ্য়ান্ডসেটে রয়েছে লেদার ফিনিশিংয়ের সঙ্গে এমবসড্ টেক্সচার। ফোনের রিয়ার প্যানেলে রয়েছে নজরকাড়া আর্টওয়ার্ক।
এই Tecno Camon 20 Avocado Art Edition পাওয়া যাবে কেবল মাত্র সবুজ রঙেই, অনেকটা ঠিক অ্যাভোকাডো ফলের মতো।
সাধারণ ফোনের মতোই এই অ্যাভোকাডো আর্ট এডিশনে রয়েছে পারফরম্যান্সের জন্য একটি মিডিয়াটেক হেলিও G85 প্রসেসর এবং 6.67 ইঞ্চির AMOLED ডিসপ্লে।
ভারতের বাজারে এই লেটেস্ট ফোনের দাম 15,999 টাকা। কেবল মাত্র অ্যামাজ়ন থেকেই হ্যান্ডসেটটি ক্রয় করা যাবে। একটাই মাত্র স্টোরেজ অপশন রয়েছে ফোনের- 8GB RAM + 256GB স্টোরেজ মডেল।
Tecno Camon 20-র এই বিশেষ এডিশনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে, যার প্রাইমারি সেন্সর 64MP। এটি একটি RGBW প্রাইমারি ক্যামেরা সেটআপ।
দুটি গৌণ ক্যামেরাও রয়েছে। তার একটি 2MP ডেপথ সেন্সর এবং অপরটি QVGA টের্টিয়ারি ক্যামেরা। সেলফি ও ভিডিয়ো কলিংয়ের জন্য ফোনটিতে দেওয়া হয়েছে একটি 32MP সেন্সর।
অত্যন্ত শক্তিশালী একটি 5,000mAh ব্যাটারি রয়েছে এই ফোনে, যা 33W ওয়্যার্ড চার্জিং সাপোর্ট করে। অত্যন্ত দ্রুততার সঙ্গে চার্জ হতে পারে ফোনটি।
সফটওয়্যারের দিক থেকে ফোনটি চালিত হবে Android 13 ভিত্তিক HiOS 13.0 আউট অফ দ্য বক্স অপারেটিং সিস্টেমের সাহায্যে। নির্দিষ্ট সময়ান্তরে সফটওয়্যার আপডেট পাবে ফোনটি।