Vivo V29 আসছে কবে? দাম কত?

21 September 2023

বিগত অনেকদিন ধরেই Vivo V29 সিরিজ আলোচনার তুঙ্গে। তবে এবার এটি কবে ভারতে আসবে, তা জানিয়ে দিয়েছে কোম্পানিটি।

মাইক্রোসাইট অনুসারে, Vivo V29 সিরিজ ভারতে 4 অক্টোবর লঞ্চ হবে। এই সিরিজের মধ্যে রয়েছে Vivo V29 এবং Vivo V29 Pro।

লিক অনুসারে, এই ফোনগুলির দাম 40,000 টাকার কম হতে পারে। এই ফোন দু'টি ইতিমধ্যেই বিশ্ব বাজারে লঞ্চ হতে চলেছে।

Vivo V29 এবং Vivo V29 Pro তিনটি রঙে বাজারে আসবে, যার মধ্যে রয়েছে হিমালয়ান ব্লু, ম্যাজেস্টিক রেড এবং স্পেস ব্ল্যাক।

Vivo V29 Pro-তে Sony IMX663 সেন্সর এবং 12 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড শ্যুটার রয়েছে। এর প্রাথমিক সেন্সর 50 মেগাপিক্সেল হতে পারে।

এতে অরা লাইট সহ নাইট পোর্ট্রেট এবং বোকেহ ইফেক্ট দেওয়া হবে। Vivo V29 এর কথা বললে, 50 megapixel ISOCELL GN5 সেন্সর দেওয়া যেতে পারে।

এটিতে একটি 8 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স এবং একটি 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর রয়েছে। উভয় মডেলের একটি 50-মেগাপিক্সেল ফ্রন্ট ফেসিং ক্যামেরা থাকবে।

Vivo V29-এর গ্লোবাল সংস্করণে 120 Hz রিফ্রেশ রেট, 1.5K রেজোলিউশন এবং 6.78-ইঞ্চি AMOLED ডিসপ্লে রয়েছে। বেস মডেলটিতে 80W চার্জিং সহ একটি 4600mAh ব্যাটারি রয়েছে।