12 November 2023

Jio-র কিপ্যাড ফোনেই দেখুন বিশ্বকাপ

কিপ্যাড ফোন বা ফিচার ফোন ব্যবহারকারীদের জন্য সম্প্রতি নতুন মোবাইল হাজির করেছে রিলায়েন্স Jio। এই ফোনের নাম জিও প্রাইমা 4G।

আপনি এই কিপ্যাড ফোনেই যাতে সোশ্যাল মিডিয়া, YouTube এমনকী বিশ্বকাপ দেখতে চান তাদের জন্য এই মোবাইল হাজির করেছে জিও।

এই ফোনের অন্যতম ফিচার্সগুলির মধ্যে একটি 4G সাপোর্ট। ফোনটি এক টানা ব্যবহার করার জন্য ARM Cortex A53 প্রসেসর এবং KaiOS অপারেটিং সিস্টেম।

Jio-র এই ফোনে 512GB র‌্যাম এবং 128GB পর্যন্ত স্টোরেজ বারিয়ে নিতে পারবেন। এতে রয়েছে 4G কানেকশনের পাশাপাশি মিলবে ব্লুটুথ 5.0 সাপোর্ট।

এছাড়াও এই ফোনে 1800mAh ক্ষমতার ব্যাটারি প্যাক রয়েছে এতে। সোশ্যাল মিডিয়া যেমন WhatsApp, Facebook, YouTube সবকিছুই ব্যবহার করা যাবে এখানে।

অনলাইন স্ট্রিমিংও করতে পারেন। তার জন্য JioTV, JioCinema, Jio Saavn এবং Jio News অ্যাপ ব্যবহার করা যাবে।

এখানেই বিশ্বকাপ-সহ সিনেমা, খবর দেখতে পারবেন। ফোনে ইন্টারনেট না থাকলেও গান শোনার জন্য মিলবে FM Radio।

ভিডিয়ো কলিং এবং ছবি তোলার জন্য রয়েছে ডিজিটাল ক্যামেরাও। জিও ফোন প্রাইমার দাম রাখা হয়েছে 2,599 টাকা।