Xiaomi এর ফ্ল্যাগশিপ স্মার্টফোন সিরিজ Xiaomi 13T এর গ্লোবাল লঞ্চের ঘোষণা করা হয়েছে। ফোনটি 26 সেপ্টেম্বর লঞ্চ হবে।
এই সিরিজের অধীনে Xiaomi 13T এবং Xiaomi 13T Pro লঞ্চ করা যেতে পারে। কিন্তু লঞ্চের আগেই ফোনটির সম্ভাব্য দাম ও ফিচার ফাঁস হয়ে গিয়েছে।
Xiaomi 13T স্মার্টফোনের 8GB RAM এবং 256GB স্টোরেজটি প্রায় 62,200 টাকায় লঞ্চ করা হবে। ফোনটির 12GB RAM এবং 512GB স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম হবে প্রায় 79,960 টাকা।
ফোনটি কালো, সবুজ এবং নীল রঙে কিনতে পারবেন। এছাড়াও এই ফোনটিতে লেদার ফিনিশ দেওয়া যেতে পারে।
ফোনটিতে একটি 6.67 ইঞ্চি AMOLED ডিসপ্লে থাকতে পারে। এর রেজোলিউশন হবে 1.5K। স্ক্রিন রিফ্রেশ রেট 144Hz সাপোর্ট করবে।
ফোনে MediaTek Dimension 8200 Ultra চিপসেট দেওয়া যেতে পারে। ফোনটি Android 13 ভিত্তিক MIUI 14-এ কাজ করবে।
ফোনটি 8GB RAM এবং 256GB স্টোরেজে বাজারে আসতে চলেছে। ফোনটি ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ সহ আসবে।
এর মেন ক্যামেরা হবে 50MP। এছাড়াও, 8MP আল্ট্রা ওয়াইড সেন্সর এবং অন্য দুটি 2MP ক্যামেরা সেন্সর দেওয়া যেতে পারে।