কখনও টিপটিপ করে বৃষ্টি হচ্ছে, কখনও মুষলধারে। বর্ষায় এই খামখেয়ালি বোঝা দায়।
বৃষ্টির খামখেয়ালির মাঝেও আপনাকে রাস্তায় বেরোতে হবে। তাই সঙ্গে রাখতে হবে আবশ্যিক জিনিস।
ব্যাগ অবশ্যই ওয়াটারপ্রুফ হওয়া চাই। নাহলে ভিজে যেতে পারে ভিতরের সরঞ্জাম।
ব্যাগের ভিতর ওয়াটারপ্রুফ পাউচে ভরে জিনিস রাখতে পারেন।
ব্যাগে অবশ্যই ছোট ছাতা রাখুন। ছাতা ছাড়া বাড়ির বাইরে পা রাখবেন না।
যদি বাইক চালাতে হয়, সেক্ষেত্রে ব্যাগে রাখুন রেইনকোট।
বৃষ্টির দিনেও ঘাম হয়। ভ্যাপসা আবহাওয়ায় স্বস্তি পেতে সুগন্ধি রাখুন ব্যাগে।
সংক্রমণ এড়াতে স্যানিটাইজার ব্যবহার করুন।
বৃষ্টির জল থেকে ফোন বাঁচাতে সঙ্গে রাখুন মোবাইলের রেইন কভার।