ভেজা কাপড় ত্বকের সংক্রমণ দ্রুত ছড়ায়। পর্যাপ্ত জামাকাপড় বহন করুন।

সঙ্গে রাখুন এক্সট্রা জলের বোতল। সঙ্গে এনার্জি বার ও বিস্কুটও সঙ্গে রাখুন।

একটি ছাতা বা রেইনকোট রাখা আবশ্যিক।

পোকামাকড়ের কামড় থেকে রেহাই পেতে স্প্রে ব্যবহার করুন

বর্ষায় ভ্রমণের সময় পিচ্ছিল কোন জুতো পরবেন না। আরামদায়ক ও জলবিরোধী জুতো পরার চেষ্টা করুন।

সংক্রমণের ঝুঁকি এড়াতে বর্ষাকালে নোংরা জলে সাঁতার কাটবেন না।

ভারী বৃষ্টির সময় টিকিট বুক করবেন না।