দেশজুড়েই এখন বর্ষার মরশুম। ঋতুর রানি বলা হয় বর্ষাকে

বর্ষা যত না সুন্দর ততই বেশি ভয়ংকর। নদী-নালা এই সময় ফুলে ফেঁপে থাকে। তৈরি হয় বন্যার পরিস্থিতি

বর্ষায় পাহাড়ে এখন অনেকেই ঘুরতে যান। যদিও ধসের একটা ভয় থাকে। তবুও দুদিনের ছুটে পেলে আপনিও ঘুরে আসতে পারেন উত্তরবঙ্গ থেকে

ঘরের সামনে উত্তরবঙ্গ। আর তাই তিন দিনের ছুটিতে ঘুরে আসুন অফবিট কিছু লোকেশন থেকে

আর তাই বর্ষায় পাহাড়ে যেতে চাইলে প্রথম পছন্দ রাখতে পারেন কার্শিয়াং। কার্শিয়াং হয়ে যেতে পারেন দাওয়াইপানি, লেপচাজগৎ

এছাড়াও পোখরিয়াবং, তাবাকোশি, রঙ্গারুন, ডাউ হিল, গিদা পাহাড় ঘুরে আসতে পারেন

যেতে পারেন কালিম্পংও। এখান থেকে রামধুরা, ঝান্ডি, কোলাখাম, ডেলো, পেডং, তিনচুলে, তাকদা, মিলন টপ ঘুরে আসতে পারেন