রাত জেগে প্যান্ডেল হপিং, ঠাকুর দেখা এবং বাইরের খাবার খাওয়ার পর শরীর খারাপের সম্ভাবনা থেকে যায়
তাই পরদিন সকালে উঠে দুধ চা বা অন্য কিছু খাওয়ার আগে একগ্লাস গরম জল খান। খেতে পারেন জোয়ান জলও
জোয়ান জল খেলে শরীর ঠিক থাকবে। মেটাবলিজম ঠিক থাকবে, ফলে হজমের সমস্যা হবে না
এই জলে শরীর ভিতর থেকে ডিটক্সিফাই হয়। ফলে অন্য কোনও অসুবিধে থাকে না। ফ্রেশনেসও বজায় থাকে
নিয়মিত ভাবে এই জল খেতে পারলে ওজনও কমবেই